ঢাকা বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
রাজবাড়ী সদরের বরাট ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শামসুদ্দিনের নির্বাচনী সভা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-১১-১২ ১৩:২৯:১২

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শামসুদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 
   গতকাল ১২ই নভেম্বর সন্ধ্যায় বরাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ভবদিয়া গ্রামের বানজু খানের বাড়ীর প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বানজুু খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, অন্যান্যের মধ্যে স্থানীয় টিক্কা মোল্লা, আজিজুল মন্ডল, মাসুদ বিশ্বাস, মোঃ জহির, শাহাদাৎ হোসেন বাবু, ফরিদ মন্ডল, সিদ্দিক ব্যাপারী, আল মাহমুদ রনি, আশরাফ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
   চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শামসুদ্দিন সবার দোয়া ও ভোট কামনা করে বলেন, আমি ইতিপূর্বে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বরাট ইউনিয়নের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। সবসময় গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে থেকেছি। এবারও জনগণের দাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নির্বাচিত হলে বরাট ইউনিয়নকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর মাধ্যমে আধুনিক একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো।  
   অন্যান্য বক্তাগণও তাদের বক্তব্যে কাজী শামসুদ্দিনকে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও উন্নত মন-মানসিকতার মানুষ হিসেবে আখ্যায়িত করে চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। 
   আলোচনা পর্বের শেষে কাজী শামসুদ্দিনসহ সকলের মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পবিত্র ঈদুল আযহা আগামী ৭ই জুন
এনসিপি’র নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
কোরআন সুন্নাহর আলোকে ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র কায়েমে জামায়াতে ইসলামী কাজ করছে--নূরুল ইসলাম
সর্বশেষ সংবাদ