চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন সরদার।
গতকাল ২২শে নভেম্বর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আতাহার আলীর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার পর আনোয়ার হোসেন সরদার বলেন, আমি মানুষের কাছে যাব। মানুষ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি নির্বাচিত হবো। আমরা চাই একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খানগঞ্জ ইউনিয়নবাসী তাদের পছন্দের নেতা বেছে নিক। জনগণ ভোট দিতে আসুক।