ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ঘন্টা ফেরী চলাচল বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-২৪ ১৩:২৭:২৪
শীত মৌসুমের শুরুতে ঘন কুয়াশায় গতকাল বুধবার সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয় -মাতৃকণ্ঠ।

চলতি শীত মৌসুমের শুরুতে ঘন কুয়াশায় গতকাল বুধবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।  
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গতকাল ২৪শে নভেম্বর সকাল ৬টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টায় থেকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ