ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
খালেদার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে রাজবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের স্মারকলিপি
  • রনজু আহাম্মেদ/মীর সৌরভ
  • ২০২১-১১-২৪ ১৩:২৮:২১
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে গতকাল ২৪শে ডিসেম্বর রাজবাড়ীতে পৃথক ভাবে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি’র ২টি গ্রুপ -মাতৃকণ্ঠ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে রাজবাড়ীতে পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি’র ২টি গ্রুপ।
  কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী গতকাল ২৪শে ডিসেম্বর রাজবাড়ী বিএনপির এক গ্রুপ জেলা প্রশাসক দিলসাদ বেগমের নিকট এবং অপর গ্রুপ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের নিকট স্মারকলিপি প্রদান করেন। উভয় স্মারকলিপিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।
  জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকালে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী, দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, বিএনপি নেতা গোলাম কাশেম, গোয়ালন্দের বিএনপি নেতা সুলতান নূর ইসলাম মুন্নু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান লিখন, পৌর কাউন্সিলর জহির রাজ, ফারুক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকালে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা এডঃ আসাদুজ্জামান লাল, এডঃ এম.এ গফুর, নইম আনছারী, গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস, এডঃ কে.এ বারী, আফছার আলী সরদার, চৌধুরী আহসানুল করিম হিটু, কে. এ সবুর শাহীন, রইচ উদ্দিন ডিউক, শ্রমিক দল নেতা আব্দুল গফুর মন্ডল, শাহ্ আলম, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও যুগ্ম-আহ্বায়ক এডঃ নিকবার হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ