ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১১-২৫ ১৫:৫৪:৩৮
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল ২৫শে নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর বেলা ১১টায় কালুখালী কলেজের হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসানসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম।

  সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আসন্ন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আইন-শৃঙ্খলার বিষয়ে প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন।

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের মাঠে কাউকে খেলতে দেয়া হবে না। ভোট ভোটের গতিতে হবে। 

  সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ করে দেয়া হবে। কোন অন্যায় মেনে নেয়া হবে না। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ