রাজবাড়ী জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরীতে ২০২০-২০২১ করবর্ষে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন।
সরকার ঘোষিত “জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮”-এর বিধান অনুযায়ী কর দিয়ে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করায় ২০২০-২০২১ করবর্ষে ৩টি ক্যাটাগরীতে রাজবাড়ী জেলার সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী মোট ৭জন করদাতাকে গত ২৪শে নভেম্বর সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম উক্ত করদাতাদের সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন।
রাজবাড়ী জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরীতে এবারও সম্মাননা পেয়েছেন “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন। উক্ত অনুষ্ঠানে রাবেয়া পারভীনের পক্ষে তার কন্যা কাজী সিরাজুম মনিরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।
এর আগে ২০১৬-২০১৭ ও ২০১৯-২০২০ কর বছরে জেলার সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ক্যাটাগরীতেও “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স কার্ড ও সম্মাননা পান।
উল্লেখ্য, মিসেস রাবেয়া পারভীন রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সহধর্মিনী।