করোনা ভাইরাসের এই সংকটে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোকে খাদ্য সহায়তা করে যাচ্ছে প্রতিনিয়ই। অথচ নেই কোন ব্যানার-পোস্টার। নেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং নিউজ মিডিয়ায় কোন প্রচার প্রচারণা।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুনতে আশ্চর্য মনে হলেও এভাবেই প্রচার বিমুখ হয়ে মানুষের কল্যাণে কাজ করে চলেছে ‘রাজবাড়ী এসএসসি-৯৯ ব্যাচ’ নামক বন্ধুত্বের একটি সংগঠন। লোক দেখানো দান-দখিনা ও সহযোগিতার ফটোসেশনে বিশ্বাসী নয় সংগঠনটির সঙ্গে জড়িতরা।
২০০৬ সালে যাত্রা শুরু করার পর থেকেই প্রতিবছর শীতে কম্বল বিতরণ, হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, দুর্ঘটনাজনিত কারণে অসহায়দের মধ্যে সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে সংগঠনটি। এবার করোনা ভাইরাসের এই সংকটেও পুরোদমে মাঠে নেমেছে তারা।
সংগঠনটির একজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করছেন। তাই তারা উদ্যোগ নিয়েছে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর। তারই অংশ হিসেবে গত ২৮শে মার্চ প্রথম ধাপে এবং ৯ই এপ্রিল দ্বিতীয় ধাপে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানবেতর জীবনযাপন করা দুই শতাধিক পরিবারের মধ্যে ৫ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, এক কেজি বুটের ডাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, একটি হুইল সাবান, একটি ডেটল সাবান, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ ও একটি করে মাস্ক বিতরণ করে সংগঠনটি।
এবার গতকাল ৯ই মে তৃতীয় ধাপে ২৫০টি মধ্যবিত্ত পরিবারের বাড়ী বাড়ী খুব গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি। খাদ্য সামগ্রীর প্রতিটি বস্তায় রয়েছে- আট কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, এক কেজি অ্যাংকর বুট ডাল, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও আধা কেজি ছোলা।
‘রাজবাড়ী এসএসসি-৯৯ ব্যাচ’ সংগঠন থেকে খাদ্য সহায়তা প্রাপ্ত কয়েকজনের সঙ্গে কথা হয় দৈনিক মাতৃকণ্ঠের এই প্রতিবেদকের।
প্রচার বিমুখ হয়ে কাজ করায় তারা সংগঠনের সঙ্গে জড়িতদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অনেক ব্যক্তি বা সংগঠন সহায়তা করতে এসে আগে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এগুলো দেখে অনেক খারাপ লাগে। কিন্তু পেটে ক্ষুধা থাকে, তাই তারা যেভাবে ছবি তুলতে চায় সেভাবে ছবি তুলেই আমাদের সহায়তা নিতে হয়। তবে ‘রাজবাড়ী এসএসসি-৯৯ ব্যাচ’ সংগঠনটি সকলের থেকে আলাদা। তারা লোক দেখানো দান-দখিনা ও সহযোগিতার ফটোসেশনে বিশ্বাসী নয়। এজন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’