ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ‘নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে ওসিসির ভূমিকা’ শীর্ষক মতবিনিময়
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১১-২৯ ১৪:০৮:১১
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৯শে নভেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে ওসিসির ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে ওসিসির ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সূবর্ণা রাণী সাহা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, প্রোগ্রাম অফিসার(ওসিসি) রাজবাড়ী সদর হাসপাতাল আমানউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নারী ও নির্যাতন রোধে ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) কার্যকর ভূমিকা রাখছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্যাতিত হলে চেপে না গিয়ে সাহস করে প্রতিবাদ জানাতে হবে।  

  উল্লেখ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এনজিওদের আন্তর্জাতিক কর্মসূচীর আওতায় ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ