ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবীতে রাজবাড়ীতেও শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২১-১২-০১ ১৩:৩০:১৪

ঢাকার শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে রাজবাড়ীতেও নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ ভাড়ার দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

  গতকাল ১লা ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী কলেজ, ডাঃ আবুল হোসেন কলেজ, আদর্শ মহিলা কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ডিসি অফিস মোড় প্রদিক্ষণ করে শহরের পান্না চত্ত্বরে অবস্থান নেয়। 

  সেখান সংক্ষিপ্ত সমাবেশে তারা নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ ভাড়ার দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়াও তারা নিরাপদ সড়ক আন্দোলনের ১১ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া(হাফ পাস) নিশ্চিতে সরকারীভাবে প্রজ্ঞাপন জারীর দাবী জানান। 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ