ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ী সদরের বসন্তপুর ও সুলতানপুর ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার
  • আশিকুর রহমান
  • ২০২১-১২-০২ ১৫:০৫:০০

আসন্ন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৮টিঁ চূড়ান্ত ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দীন আহমেদ।

  গতকাল ২রা ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং খানগঞ্জ, চন্দনী ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আতাহার আলী উপস্থিত ছিলেন।  

  রিটার্নিং অফিসার ডাঃ মোঃ খায়ের উদ্দীন আহমেদ বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই আমি আমার দায়িত্বপ্রাপ্ত দু’টি ইউনিয়ন বসন্তপুর ও সুলতানপুরের ১৮টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচনকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছি। আশা করছি আগামী ২৬শে ডিসেম্বর ভোট কেন্দ্রগুলোতে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।’ 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ