স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৪ঠা ডিসেম্বর বিকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থা ও চন্দনী ইউনিয়নের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা ক্রীড়া সংস্থা ২/১ সেটে চন্দনী ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মাওলা, চন্দনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু বলেন, বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। তারপরও মানুষ জেনেশুনে এটা গ্রহণ করছে। মাদকের কারণে পরিবারে অশান্তি হচ্ছে, সমাজে খুনোখুনি হচ্ছে। যুবসমাজ খেলাধুলা থেকে সরে আসছে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে। শিশুদের খেলাধুলার দিকে ধাবিত করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, সমাজে মাদকের খুব ভয়াবহতা রয়েছে। এ জন্য মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সমাজ থেকে মাদক নির্মূল হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণে আনতে হবে।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ অংশগ্রহণকারী দল ২টির মধ্যে ট্রফি ও খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন।