রাজবাড়ী জেলা লিগ্যাল এইড অফিসার সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীবকে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে।
গত ২৫শে নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ এর আদেশে তাকে সেখানে বদলী করা হয়। সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীব ২০১৯ সালের এপ্রিল মাসে রাজবাড়ী জেলায় যোগদানের পর থেকে ৪৯১টি মিডিয়েশন(মামলার মধ্যস্থতা) পরিচালনা করেন। তার মধ্যে ২৩৫টি মিডিয়েশন সফল হয়। তিনি লিগ্যাল এইড অফিসারের দায়িত্বে থাকাকালে জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় মানুষের জন্য ৪৩৬টি মামলা (৩২৯টি ফৌজদারী, ৩২টি দেওয়ানী ও ৭৫টি পারিবারিক) সরকারী খরচে দায়ের করা হয়। এতে বিপুল সংখ্যক দরিদ্র-অসহায় মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পান।
জেলা বারের আইনজীবী মোস্তফা কবীর বলেন, রাজবাড়ীর আদালতে পূর্ণাঙ্গ লিগ্যাল এইড অফিসার হিসেবে প্রথম যোগদান করেন সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীব। সরকার যে উদ্দেশ্যে এই কার্যালয় স্থাপন করেছিল সেটিতে তিনি শতভাগ সফল হয়েছেন। জেলার অনেক হতদরিদ্র মানুষ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনী সেবা পেয়েছেন। অনেকের আইনজীবী নিয়োগের সক্ষমতা নেই। তারা এখানে এসে আইনজীবী পেয়েছেন। এছাড়া পারিবারিক বিরোধ মিমাংসার ক্ষেত্রে কার্যালয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী বলেন, একটি পারিবারিক বিরোধ মীমাংসার জন্য লিগ্যাল এইড অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম মুক্তিযোদ্ধাদের বসার জন্য আলাদা চেয়ার, মায়ের দুগ্ধপান করার স্থান ও ছোট একটি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ যাচ্ছে, তাদের পারিবারিক বিরোধ মীমাংসা হচ্ছে। এটা দেখে সেদিন সত্যি আমার ভালো লেগেছিল।
বিদায়ী জেলা লিগ্যাল এইড অফিসার সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীব বলেন, প্রথমে দপ্তরে এসে চিন্তিত হয়েছিলাম। পরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা জজ) শারমিন নিগার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মইনুল ইসলাম ভূইয়ার সার্বিক সহযোগিতায় অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে দেখলাম সাধারণ মানুষের আইন সেবার অন্যতম একটি দপ্তর এই কার্যালয়টি। এরপর থেকে সাধারণ মানুষের সেবা দেওয়ার একটি নেশা চেপে বসে। দপ্তরটির গতি বৃদ্ধি পায়। বর্তমানে আমার কাছে মনে হয়েছে সরকার যে উদ্দেশ্যে প্রতিটি জেলায় এই দপ্তর স্থাপন করেছিল সেটি সঠিক ছিল। পরবর্তী কর্মস্থলে সফলতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।