রাজবাড়ীতে গত ৬ই ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
গত ৬ই ডিসেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করা করা হয়। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান ও সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানীর করোনার টিকা দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে টিকা গ্রহণ করতে হবে। প্রথম পর্যায়ে শুধুমাত্র রাজবাড়ী সদর হাসপাতালে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। টিকা নেয়ার আগে জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে সুরক্ষা অ্যাপস এ নিবন্ধন করতে হবে। যদি কেউ নিবন্ধন না করতে পারে তাহলে তাকে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি ও ২কপি টিকা কার্ড (শিক্ষা প্রতিষ্ঠানে নমুনা দেয়া আছে) পূরণ করে নিয়ে আসতে হবে। এছাড়া বিদেশগামীরা পূর্বে অন্য টিকা না নিয়ে থাকলে প্রবাসী সনদ দেখিয়ে সদর হাসপাতাল থেকে ফাইজারের টিকা নিতে পারবে। এর পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, গতকাল ৭ই ডিসেম্বর পর্যন্ত রাজবাড়ীতে ফাইজারের ৯ হাজার ৩৬০ ডোজ টিকা এসে পৌঁছেছে। তার মধ্যে ৯২৪ জনকে টিকা দেয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ৩ লক্ষ ২৪ হাজার ৭১০ ডোজ ও সিনোফার্মের ৬ লক্ষ ১৭ হাজার ৬০০ ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে ৫ লক্ষ ২৮ হাজার ১৭২ জন টিকার ১ম ডোজ এবং ৩ লক্ষ ২৬ হাজার ৩৪৪ জন টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন।