ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের ১৪টি ইউপি’র ৬৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-০৭ ১৩:১৯:৪০
চতুর্থ ধাপে আগামী ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল ৭ই ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয় -মাতৃকণ্ঠ।

চতুর্থ ধাপে আগামী ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬৪৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
  তাদের মধ্যে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী এবং ৪৩৩ জন সাধারণ ওয়ার্ডের ও ১৫৭ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থী রয়েছে।
  গতকাল ৭ই ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন অফিসে পাঁচুরিয়া, বরাট, দাদশী, আলীপুর, বানীবহ ও মিজানপুর ইউনিয়নের; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে খানগঞ্জ, চন্দনী ও রামকান্তপুর ইউনিয়নের; উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে খানখানাপুর, শহীদওহাবপুর ও মূলঘর ইউনিয়নের এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে বসন্তপুর ও সুলতানপুর ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। 
  পাঁচুরিয়া, বরাট ও দাদশী ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন; আলীপুর, বানীবহ ও মিজানপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার সাহা; খানগঞ্জ, চন্দনী ও রামকান্তপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলী; খানখানাপুর, শহীদওহাবপুর ও মূলঘর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হাসান খান এবং বসন্তপুর ও সুলতানপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার খায়ের উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। 
  মিজানপুর ইউনিয়নের ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত টুকু মিজি(নৌকা), বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান(মোটর সাইকেল) এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির উদ্দিন সিকদার বাবলু(আনারস) প্রতীক পেয়েছেন। 
  চন্দনী ইউনিয়নের ২জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রব(নৌকা) এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মালেক শিকদার(আনারস) প্রতীক পেয়েছেন। 
  খানগঞ্জ ইউনিয়নের ৪জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ শরিফুর রহমান সোহান(নৌকা), বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর (আনারস), আনোয়ার হোসেন সরদার(মোটর সাইকেল) ও জাসদের মনোনীত খন্দকার আতাউর রহমান(মশাল) প্রতীক পেয়েছেন। 
  রামকান্তপুর ইউনিয়নের ৪জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস(নৌকা), সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহিম মোল্লা(আনারস), মিনা বেগম (অটোরিক্সা) ও রাজীব মোল্লা(মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। 
 দাদশী ইউনিয়নের ৪জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত রমজান আলী(নৌকা), বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন (মোটর সাইকেল), দেলোয়ার শেখ(আনারস) এবং নূর নবী শেখ(ঘোড়া) প্রতীক পেয়েছেন। 
  বরাট ইউনিয়নের ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদ উদ্দিন শেখ (নৌকা), ওয়ার্কার্স পার্টির মনোনীত বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম(হাতুড়ী) এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কাজী শামসুদ্দিন(আনারস) প্রতীক পেয়েছেন। 
  পাঁচুরিয়া ইউনিয়নের ৪জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর(নৌকা), আনোয়ার হোসেন মিয়া(মোটর সাইকেল), আলাল খান(ঘোড়া) ও মুজিবুর রহমান(আনারস) প্রতীক পেয়েছেন।
  আলীপুর ইউনিয়নের ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত বজলুর রশিদ মিয়া(নৌকা), সাবেক চেয়ারম্যান আব্দুল হক(মোটর সাইকেল) ও আবু বক্কার সিদ্দিক(আনারস) প্রতীক পেয়েছেন।  
  খানখানাপুর ইউনিয়নের ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আমির আলী মোল্লা(নৌকা), সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম ইকবাল হোসেন(চশমা), হোসেন মোঃ সোহান(মোটর সাইকেল), মোঃ আমজাদ হোসেন(ঘোড়া) ও জাসদ(ইনু) নেতা আতিক আল আলম(আনারস) প্রতীক পেয়েছেন। 
শহীদ ওহাবপুর ইউনিয়নের ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া(নৌকা), সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম(আনারস), সজীব ফকির(চশমা), আবু জাফর(ঘোড়া), নাজমুল হাসান নোমান(মোটর সাইকেল) ও নাজমা বেগম (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন।  
  মূলঘর ইউনিয়নের ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান শেখ(নৌকা), বর্তমান চেয়ারম্যান ও জাকের পার্টির নেতা আব্দুল মান্নান মুসল্লী(আনারস), আক্তার মন্ডল নেপাল(মোটর সাইকেল) ও এস.এ হিরু(অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।  
  সুলতানপুর ইউনিয়নের ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত লুৎফর রহমান চুন্নু(নৌকা), বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রাজ্জাক মিয়া(মোটর সাইকেল), সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা(চশমা), খালিদ হোসেন মুন্সী(আনারস), ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান(হাতপাখা) ও আশিকুর রহমান(ঘোড়া) প্রতীক পেয়েছেন। 
  বসন্তপুর ইউনিয়নের ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মিয়া(নৌকা), মাহমুদুল হাসান কাজল(আনারস), বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী মীর্জা বদিউজ্জামান বাবু(ঘোড়া), ইসলামী আন্দোলনের আব্দুল আলিম সিকদার(হাতপাখা), সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন সরদার(মোটর সাইকেল) ও কাজী মাইনুল হক(চশমা) প্রতীক পেয়েছেন। 
  উল্লেখ্য, বানীবহ ইউনিয়নের চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত শেফালী আক্তার (কিছুদিন পূর্বে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 
  এছাড়া বর্তমান ১৪জন চেয়ারম্যানের মধ্যে ৫জন (চন্দনীর সিরাজুল আলম চৌধুরী ওরফে ভিপি সিরাজ, বানীবহের শেখ গোলাম মোস্তফা বাচ্চু, খানখানাপুরের রেজাউল করিম লাল, আলীপুরের শওকত হাসান ও শহীদ ওহাবপুরের তোরাপ আলী মন্ডল) এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেই। তাদের মধ্যে ভিপি সিরাজ, গোলাম মোস্তফা বাচ্চু ও রেজাউল করিম লাল মনোনয়ন পত্রই দাখিল করেননি। অপর দু’জন শওকত হাসান ও তোরাপ আলী মন্ডল স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেও পরে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। বর্তমান চেয়ারম্যানদের মধ্যে মাত্র ২জন (পাঁচুরিয়ার কাজী আলমগীর ও রামকান্তপুরের আবুল হাসেম বিশ্বাস) এবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  
  সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪টি ইউপির চেয়ারম্যান পদে মোট ৬২ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৭ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এবং ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ৫৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। 
  অপরদিকে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৫০ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ১৬ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এবং ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ৪৩৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১৫৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যকার ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। বাকী ১৫৭ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।    

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ