ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাংশার তিনটি ওষুধের দোকান ও ১টি হোটেলকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০৮ ১৩:৪৬:১০
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গতকাল ৮ই ডিসেম্বর দুপুরে পাংশা উপজেলায় ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল ৮ই ডিসেম্বর দুপুরে পাংশা উপজেলায় ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে পাংশা পুরাতন বাজার দরগাহতলা এলাকার ৩টি ওষুধের দোকান ও ১টি হোটেলকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওষুধের দোকানগুলোকে এবং নোংরা-অপরিষ্কার থাকায় খাবারের হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়। পাংশা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ