রাজবাড়ী জেলার শীর্ষ শিল্প প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলে গতকাল ১০ই ডিসেম্বর সকাল সোয়া ৬টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের মিলের ১নং ইউনিটসহ স্টাফ অফিস, একাউন্টস রুম, স্টোর এবং ৩নং ইউনিটের ব্যাপক ক্ষতি হয়েছে।
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের পাশে সদর উপজেলার আলাদীপুরে অবস্থিত রাজবাড়ী জুট মিলে সকাল সোয়া ৬টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের (রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও ফরিদপুরের সালথা) প্রচেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলের ইমারেশন প্লান্টের তেলের ট্যাংকির মোটর ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। এতে মিলের ১নং ইউনিটের পুরোটাসহ স্টাফ অফিস, একাউন্টস রুম, স্টোর এবং ৩নং ইউনিটের ক্ষতি হয়েছে। আগুনের তাপে মিলের একাংশের দেয়াল ভেঙে পড়ে।
মিলের মেকানিক্যাল মিস্ত্রী জাকির হোসেন বলেন, শুক্রবার হওয়ার শ্রমিকরা কাজে ছিল না। শুধু আমরা মেইনটেইন্স করার জন্য ছিলাম। সকালে হঠাৎ দেখি আগুন লেগেছে। মুহুর্তের মধ্যেই আগুন সমস্ত মিলে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিলে আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে রাজবাড়ী সদর ফায়ার সার্ভিস স্টেশন, এরপর গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও ফরিদপুরের সালথা ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহমেদ জানান, ফজরের নামাজ শেষে আমি মসজিদ থেকে বাইরে বের হয়ে মেইন গেটের কাছ থেকেই আগুনের শিখা দেখতে পাই। তখন দ্রুত গিয়ে দেখি আগুন পুরো মিলে ছড়িয়ে পড়েছে। ১৫/২০ মিনিটের মধ্যেই রাজবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে। পরে অন্য স্টেশনগুলো থেকেও লোকজন চলে আসে। তারা সর্ব্বোচ চেষ্টা করেছে। বড় ১নং ইউনিটের সম্পূর্ণটাই পুড়ে গেছে। মেশিনপত্রসহ কোন কিছুই অবশিষ্ট নেই। আগুনের তাপে দেয়াল ভেঙে পড়েছে। মিলটিতে প্রায় ২২শত শ্রমিক কাজ করে। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাতের শিফটের শ্রমিকরা কাজ শেষে সকাল ৬টায় বের হয়ে যায়। মিলে প্রতিদিন ৬০/৭০ টনের মতো পাট পণ্য তৈরী হতো।
মিলের পরিচালক সুজাউদ্দিন মৃধা বলেন, তেলের ট্যাংকির ওখান থেকে মোটর ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়-ক্ষতি পোষানো যাবে না। অগ্নিকান্ডে সবকিছু ধ্বংস হয়ে গেল। শ্রমিকরা হয়তো আগামীকাল থেকে আর মিলে কাজে আসতে পারবে না। এই কষ্ট মেনে নেয়ার মতো নয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা এবং রাজবাড়ী জুট মিলের পরিচালক সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ঘটনাস্থল পরিদর্শন করেন।