ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-১৭ ০১:২০:৪৭
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ই ডিসেম্বর দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

 জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ই ডিসেম্বর দুপুরে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

  প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন উদ্দিন বতু, আমজাদ হোসেন মন্টু, আবুল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার সিরাজ আহমেদ, বাকাউল আবুল হাসেম ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ জলিল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শামীমা আক্তার মুনমুন এবং শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা। 

  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দেশকে ভালোবেসে আমরা যুদ্ধে গিয়েছিলাম। অনেকেই শহীদ হয়েছেন, আমরা এখনো বেঁচে আছি। আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার সময় বেঁচে থাকবো কী থাকবো না তা নিয়ে চিন্তা করি নাই। দেশ স্বাধীন হলে কী সুযোগ-সুবিধা পাবো তা নিয়েও ভাবি নাই। এখন আমাদের সবারই অনেক বয়স হয়েছে। একসময় ভাতা দেয়ার জন্য আর মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। এ জন্য আমি জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকার করার প্রস্তাব দিয়েছিলাম, যা বাস্তবায়িত হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা হওয়া খুব সহজ হয়ে গেছে। অনেকেই ভূয়া মুক্তিযোদ্ধো হয়েছে। ভূয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেক সময় মানুষ অবমূল্যায়ন করে। ভূয়া মুক্তিযোদ্ধা মরে গেলে যখন তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়ে তখন সাধারণ মানুষ হাঁসি-তামাশা করে, এটা খুবই দুঃখের বিষয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আজ আমরা মহান বিজয় দিবসের পাশাপাশি জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই মাহেন্দ্রক্ষণে জাতির সূর্য সন্তানদের গভীরভাবে স্মরণ করছি। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে, এখনও করছে। 

  অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি’কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শহীদ খুশি’র পক্ষে তার ছোট ভাই সাজ্জাদ হোসেন রঞ্জু সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করেন।  

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ