ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন
  • সোহেল মিয়া
  • ২০২১-১২-১৮ ১৩:৪৮:২৯

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবার্ষিকী ও রাজবাড়ী শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল ১৮ই ডিসেম্বর জেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে রাজবাড়ীর সবচেয়ে সামাজিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন।
  রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। 
  সংগঠনটিন সভাপতি জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান,ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক(মেডিসিন) ডা. মোঃ ইকবাল হোসেন এবং রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্যাপ্টেন ডাঃ সুমন হুসাইন। ৬জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেছিলেন ।    সকালেই অতিথিবৃন্দের আসন গ্রহণ, জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান । অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ শরীফ ইসলাম।
 তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের এ প্রজন্মের শিক্ষা-দীক্ষা,সংস্কৃতি,রাজনীতি ও অর্থনীতির মুক্তির মাধ্যমে। আমাদের হেল্পলাইনের প্রত্যাশা রাজবাড়ী জেলা হোক সমৃদ্ধির ,সম্প্রীতির ও সংস্কৃতির।
  যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ তাদের যুদ্ধের স্মৃতিচারণ করেন, ব্যক্ত করেন রাজবাড়ীর নবীন প্রজন্মের কাছে তাদের প্রত্যাশার কথা।
  অনুষ্ঠানে সমৃদ্ধ লক ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে হেল্পলাইন ফাউন্ডেশনের বিগত দেড় বছরের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। অতিথিরা ফাউন্ডেশনের কাজের নতুনত্ব ও বৈচিত্র্যের প্রশংসা করেন । 
 প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে রাজবাড়ীর মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধাদের গল্প, রাজবাড়ী মুক্ত হওয়ার গল্প। সব অতিথির মুখেই ধ্বনিত হয় রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রশংসা গাঁথা- সংগঠনটি অতি অল্প সময়ে কিভাবে রাজবাড়ীর মানুষের আশার বাতিঘর হয়ে দাঁড়িয়েছে, কিভাবে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে তাদের সাহায্যের হাত- তার গল্প। রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন কর্তৃক গৃহীত অক্সিজেন সিলিন্ডার কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। 
  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, মুক্তিযোদ্ধারা যেমন দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন, ঠিক তেমনি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন রাজবাড়ীর মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ করছে।
  সৈয়দ সিদ্দিকুর রহমান বলেছেন, আমরা যা পারিনি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন তা করে দেখিয়েছে। তারা যা করেছেন, আমাদের সবার জন্য তা অনুকরণীয়, অবশ্য অনুকরণীয় । 
  রাজবাড়ী হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্যাপ্টেন ডাঃ সুমন হুসাইন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা হেল্পলাইন সব সময়ই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন। আমরা চেষ্টা করি জেলার অসহায় মানুষের পাশে থাকার। জেলার কোন মানুষই যেন কষ্টে না থাকে এটাই আমাদের চাওয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে প্রতিটা মানুষের মুখেই থাকবে হাসি এমনটাই চাই।
  অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট, শীতের চাদর, স্মারক মগ প্রদান করা হয়। এছাড়াও রাজবাড়ী হেল্পলাইন ফটো কনটেস্ট প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় । 
  সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন ও প্রবীণ শিল্পীরা নৃত্য এবং গান পরিবেশন করেন ।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ