ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-১৯ ১৬:০৫:৪৬
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ১৯শে ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

  গতকাল ১৯শে ডিসেম্বর দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান এই সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদারসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, ১১ জনের মধ্যে মোট ২লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ৬ জনকে ৩০ হাজার টাকা করে এবং ৫ জনকে ২০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ