ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
আরএসসিএফের আয়োজনে রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-১৯ ১৬:০৭:২৮

মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় ২জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম(আরএসসিএফ)’। 

  রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুলতলায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদ্বয় হলেন- মেজর(অবঃ) অলীক কুমার গুপ্ত, বীর প্রতীক এবং রাজবাড়ী সদর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার ডাঃ কামরুল হাসান লালী। 

  আরএসসিএফের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে আরএসসিএফের প্রধান উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, অন্যান্যের মধ্যে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, জেলা সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাঈদা খানম ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএসসিএফের সাধারণ সম্পাদক নিলয় সাহা নীল, সদস্য রুথ ও আনিষা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি (হুমায়ুন আহমেদ পরিচালিত) প্রদর্শন এবং অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান (আরএসসিএফের ফেসবুক পেজে) অনুষ্ঠিত হয়। 

  এর আগে সকালে আরএসসিএফের সদস্যরা রাজবাড়ী শহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। রাজবাড়ী পৌরসভা মেয়র আলমগীর শেখ তিতু এই পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। 

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ