ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ওয়ার্কার্স পার্টির নেতা রেজার মৃত্যুতে এমপি কাজী কেরামত আলীর শোক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১৯ ১৬:০৯:০০

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট আইনজীবী এডঃ রেজাউল করিম রেজার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গভীর শোক প্রকাশ করেছেন।

  গতকাল ১৯শে ডিসেম্বর এক শোক বার্তায় তিনি বলেন রেজাউল করিম রেজার মৃত্যুতে দলের রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা পূরণ হবার নয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

  উল্লেখ্য, এডঃ রেজাউল করিম রেজা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ