ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার সাবেক কমিশনার সিরাজুল ইসলামের ইন্তেকাল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-২৩ ১৪:৪৭:৫৩

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মন্ডলপাড়ার বাসিন্দা ও পৌরসভার বৃহত্তর ২নং ওয়ার্ডের (বর্তমানে ৪, ৫, ৬) সাবেক কমিশনার সিরাজুল ইসলাম মন্ডল ওরফে সিরাজুল মেম্বার আর নেই।

  গতকাল ২৩শে ডিসেম্বর ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

  বেলা ১২টায় রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে এবং বাদ জোহর সজ্জনকান্দা মোল্লাপাড়া জামে মসজিদে দুই দফায় জানাযার নামাজ শেষে তার মরদেহ ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়। পৌরসভার জানাযার নামাজের পূর্বে পৌরসভার পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ