চতুর্থ ধাপে গত ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর পৃথক সহিংসতার ঘটনায় রাজবাড়ী থানায় ২টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর মূলঘর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে। এতে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট বেশ কয়েকজন মারপিটের শিকার হয়।
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের পশ্চিম রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক আজাদুর রহমানের দায়ের করা মামলায় বলা হয়েছে, ‘ওই কেন্দ্রে সাধারণ সদস্য(মেম্বার) প্রার্থী আকতার হোসেন টিউবওয়েল প্রতীকে ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের বাচ্চু ঢালী ৬৪১ ভোট পান। মাত্র ৭টি ভোটের ব্যবধান হয়। ফলাফল প্রকাশ করার পরপরই বাচ্চুর কর্মী-সমর্থকরা হট্টগোল ও হামলা করে। তিনি(প্রিজাইডিং অফিসার)সহ সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারগণ এবং পুলিশ ও আনসার সদস্যরা(৮জন) স্কুলের একটি কক্ষে আশ্রয় নেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা ৬রাউন্ড গুলিবর্ষণ করে। হামলাকারীরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে পুলিশ কনস্টেবল বেলায়েত হোসেন পায়ে গুলিবিদ্ধ হন।’ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। পুলিশ নজরুল, টোকন, বাবুল ও বাচ্চু নামে ৪জনকে গ্রেফতার করেছে।
অপর মামলার বাদী মূলঘর ইউনিয়নের বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরজিত চক্রবর্তী জানান, ‘জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সিকদারসহ বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর তিনিসহ নির্বাচন সংশ্লিষ্ট ১৫ জন উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হতেই সাধারণ সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের মারপিটে তারা সকলেই আহত হন। হামলাকারীরা ৫টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে আসামী করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।’ এ মামলায় পুলিশ আশিক প্রামানিক নামে ১জনকে গ্রেফতার করেছে।
রাজবাড়ী থানার ওসি সাহাদাত হোসেন জানান, ছিনিয়ে নেয়া ব্যালট বাক্স তারা উদ্ধার করেছেন। থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।