ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দির সাংবাদিক রুহুল আমিন বুলু’র দাফন সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-৩০ ১৪:৩৬:১১

বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এনজিও পল্লী বন্ধু সংস্থার নির্বাহী সম্পাদক রুহুল আমিন বুলু (৬১)’র দাফন সম্পন্ন হয়েছে। 
  গতকাল ৩০শে ডিসেম্বর বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদহ গ্রামের নিজ বাড়ীর পাশের মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকর্মী সাংবাদিক ও এনজিও কর্মীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, রুহুল আমিন বুলু গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক দিনের খবর নামের একটি পত্রিকা ও জি নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ