রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও মামলার পলাতক ৫জন আসামী গ্রেফতার হয়েছে।
গত ২৯শে ডিসেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- গোয়ালন্দ উপজেলার যদু ফকীরের পাড়ার নূরু সরদারের ছেলে সজীব সরদার(১৯), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত ইছা ফকিরের ছেলে সেকেন ফকির(৩৮), উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার আকবরের ছেলে রিপন(২৬), হোসেন মন্ডলের পাড়ার আলী প্রামানিকের ছেলে আতিয়ার প্রামানিক এবং পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন তুলাতলী গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে বলরাম বিশ্বাস(২৫)। গতকাল ৩০শে ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।