ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ীর সুলতানপুর ইউপি’র নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান আঞ্জুর পুত্র আশিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-৩১ ১৬:৩৮:৪৭

চতুর্থ ধাপে গত ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ প্রার্থী আশিকুর রহমান সচিব। 
  তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা চশমা প্রতীকে ৩ হাজার ২৬০ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১হাজার ৬৩৪টি। অপর ৪জন প্রার্থীর মধ্যে বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া মোটর সাইকেল প্রতীকে ১হাজার ৮৬১ ভোট, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফর রহমান চুন্নু নৌকা প্রতীকে ৯৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী খালিদ হোসেন মুন্সী আনারস প্রতীকে ৬৩১ ভোট ও ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান হাতপাখা প্রতীকে ১৬৮ ভোট পান। এ ইউনিয়নের ১৪ হাজার ৫৯৪ জন ভোটারের মধ্যে ১২ হাজার ১৪ জন ভোট দেন। প্রদত্ত ভোটের হার ৮০.৩৩%। এর মধ্যে ১১ হাজার ৭৭৩টি ভোট বৈধ ও ২৪১টি ভোট বাতিল হয়। 
  নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত(কাস্টিং) ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রার্থীর জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে সুলতানপুর ইউনিয়নের ৬জন প্রার্থীর মধ্যে ৩জনের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-নৌকার প্রার্থী লুৎফর রহমান চুন্নু, স্বতন্ত্র প্রার্থী খালিদ হোসেন মুন্সী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুর রহমান। 
  উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান আশিকুর রহমান সচিব সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিসুর রহমান আঞ্জু’র ছেলে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জু গোয়ালন্দ মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। 
  আশিকুর রহমান সচিব বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুলতানপুরের মসজিদে খাজা বাবা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা মোঃ দাউদ খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!