ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের সহকারীকে শোকজ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২১-১২-৩১ ১৬:৪২:১৬

ঘুষ গ্রহণের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। 

  সম্প্রতি নিজ অফিস কক্ষে বসে দালালের মাধ্যমে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গত ২৯শে ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়ের স্বাক্ষরিত শোকজের চিঠিতে তাকে ৩কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত বাবুল চন্দ্র সরকার শোকজের চিঠি পাওয়ার কথা স্বীকার করে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিবেন বলে জানিয়েছেন। 

  এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, বাবুল চন্দ্র সরকারের বিষয়টি জানাজানি হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছিলাম। এর প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ