ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
কালুখালীতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-০৩ ১৩:৩৭:০৭
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ৩রা জানুয়ারী সকালে কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধনীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ৩রা জানুয়ারী কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
  উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪০ জন বালক ও ১২২ জন বালিকা ২টি গ্রামীণ খেলাসহ (মোরগ লড়াই ও বউচি) ২৫টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা’র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।  
  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এস এম নাসিম আখতার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী রানা, খাগজানা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলী, ক্রীড়াবিদ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ