ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০১-০৪ ১৩:৫৩:৩৭
কালুখালী উপজেলায় গতকাল ৪ঠা জানুয়ারী বিকালে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

কালুখালী উপজেলায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

  এ উপলক্ষ্যে কালুখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল ৪ঠা জানুয়ারী বিকালে প্রথমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর আনন্দ র‌্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। এরপর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 

  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ করিম মোল্লা, যুবলীগ নেতা জামির হোসেন জয়, শেখ মোঃ ফারুক, সেলিম উর রেজা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, মিলন হোসেন, মিজানুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ