রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপিতে আজ ৫ই জানুয়ারী নির্বাচন।
পঞ্চম ধাপের এ নির্বাচনে গতকাল ৪ঠা জানুয়ারী ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী মালামাল। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রশাসন তৎপর রয়েছে।
জানা যায়, ১০টি ইউপির নির্বাচনে ৪৭জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৪৯৩ জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪৯জন। এর মধ্যে পাট্টা ইউপির রজনীগন্ধা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জেসমিন খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি দলীয় আনুগত্য মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাসকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে কাজ করছেন। জেসমিন খাতুনের স্বামী পাট্টা ইউপি আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাসও পাট্টা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনিও দলীয় আনুগত্য মেনে নিয়ে গত ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে নৌকার পক্ষে সমর্থন ব্যক্ত করে কাজ করছেন বলে তথ্য নিশ্চিত করেছেন ইউনুস আলী বিশ্বাস।
এছাড়া যশাই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল হাকিম খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে তার পুত্র আবু হোসেন খান (আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী)কে সমর্থন জানিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করছেন। হাজী আব্দুল হাকিম খান এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম(নৌকা), জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হিল্লোল মিয়া(মশাল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম খা(আনারস) ও কমলেশ চন্দ্র দাস (চশমা) প্রতীক।
বাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবীর শাকিল(নৌকা), জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুরাদ(মশাল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব হোসেন(মটর সাইকেল), মুন্সী হাসানুল ইসলাম(ঘোড়া) ও মোঃ নিজাম উদ্দিন (আনারস) প্রতীক।
হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আলিম(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন খান(চশমা), গোলাম জাকারিয়া(ঘোড়া), মোঃ আব্দুল লতিফ খান(মটর সাইকেল), গোলাম মালেক(আনারস) ও মোঃ আবু সেলিম(টেলিফোন) প্রতীক।
কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ বিলকিছ বানু(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল রাজ্জাক(ঘোড়া), এডভোকেট মোঃ আক্কাস আলী(মটর সাইকেল), বিধান কুমার বিশ্বাস(আনারস), বিপ্লব কুমার বিশ্বাস(চশমা), মোঃ সেকেন আলী মোল্লা(অটোরিক্সা) ও সাজ্জাদ হাসান (টেলিফোন) প্রতীক।
কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম (আনারস), সাইদ আহম্মেদ(মটর সাইকেল) ও মোঃ জাকিরুল (চশমা) প্রতীক।
যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন(নৌকা), মোঃ সিদ্দিকুর রহমান(আনারস), মোঃ সিরাজুল ইসলাম(মটর সাইকেল), খোন্দকার তফাজ্জল হোসেন(চশমা) ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মামুন(গোলাপ ফুল) প্রতীক।
পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস(নৌকা), মোঃ গোলাম মোস্তফা লুলু(আনারস), মোঃ রাজদুল ইসলাম(ঘোড়া) ও হাসিবুর রহমান বরকত(মটর সাইকেল) প্রতীক।
বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান আলী সরদার(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম সরোয়ার(ঘোড়া), মোঃ শাজাহান শেখ(মটর সাইকেল) ও মোঃ শহিদুল ইসলাম মিয়া(আনারস) প্রতীক।
মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস(ঘোড়া), মোকাররম হোসেন(মটর সাইকেল), মোহাম্মদ আলী সরদার(চশমা) ও শওকত আলী সরদার(আনারস) প্রতীক।
সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আজমল আল বাহার(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ হোসেন(আনারস) ও আসাদুজ্জামান রতন(মটর সাইকেল) প্রতীক। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের ১০৭ জন মেম্বার ও সাধারণ আসনের ৩৩৯ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউপিতেই চেয়ারম্যান ও মেম্বার পদে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম জানান, ১০টি ইউপির নির্বাচনে ৯০জন প্রিজাইডিং অফিসার, ৪৭৫জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৫০জন পোলিং অফিসারকে ভোটগ্রহণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।
এবারের ইউপি নির্বাচনে বাবুপাড়া ইউপিতে পুরুষ ভোটার ৬৩৭০ জন, মহিলা ভোটার ৬১৮৩ জন, মোট ১২৫৫৩ জন। হাবাসপুর ইউপিতে পুরুষ ভোটার ১৪২৯৩ জন, মহিলা ভোটার ১৩২৯৮ জন, মোট ২৭৫৯১ জন। বাহাদুরপুর ইউপিতে পুরুষ ভোটার ৯০৯১ জন, মহিলা ভোটার ৮৭০২ জন, মোট ১৭,৭৯৩ জন। যশাই ইউপিতে পুরুষ ভোটার ৮২১৯ জন, মহিলা ভোটার ৭৬৪৫ জন, মোট ১৫৮৬৪ জন। মাছপাড়া ইউপিতে পুরুষ ভোটার ৯৩৯৫ জন, মহিলা ভোটার ৯০৪৬ জন, মোট ১৮৪৪১ জন। কলিমহর ইউপিতে পুরুষ ভোটার ৭৬৬১ জন, মহিলা ভোটার ৭৫৩০ জন, মোট ১৫১৯১ জন। সরিষা ইউপিতে পুরুষ ভোটার ৭৯৭৯ জন, মহিলা ভোটার ৮৭৩৩ জন, মোট ১৫৮১২ জন। মৌরাট ইউপিতে পুরুষ ভোটার ৮৯৬৯ জন, মহিলা ভোটার ৮৬২৩ জন, মোট ১৭৫৯২ জন। পাট্টা ইউপিতে পুরুষ ভোটার ৭৭২৫ জন, মহিলা ভোটার ৭৪৫৬ জন, মোট ১৫১৮২ জন। কসবামাজাইল ইউপিতে পুরুষ ভোটার ১০৮১৩ জন ও মহিলা ভোটার ১০৩৯৬ জন, মোট ২১২০৯ জন।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ৭ই মে পাংশা উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।