ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
ঘন কুয়াশার জন্য সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরী চালু
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-০৫ ১৩:৫৫:৪৬
ঘন কুয়াশার জন্য সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে -মাতৃকণ্ঠ।

ঘন কুয়াশার জন্য সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।  
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে গত ৪ঠা জানুয়ারী দিবাগত রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে কুয়াশা কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে গতকাল ৫ই জানুয়ারী সকাল ১০টা থেকে পুনরায় ফেরী চালু করা হয়। 
  দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। শীতের মধ্যে যানবাহনের যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।   

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ