‘ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী’ নামক একটি শিক্ষামূলক সংগঠনের আয়োজনে ২০২১ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া রাজবাড়ী জেলার শতাধিক শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
গত ৭ই জানুয়ারী সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই শুভেচ্ছা স্মারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী’র সাংগঠনিক সম্পাদক সুপ্তদীপা পাল শর্মীর সভাপতিত্বে এবং ক্লাব সমন্বয়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মেজবাউল হক আলভী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক তাদের অনুভূতি প্রকাশ করেন।