ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে যৌথ ব্যবসার নামে সৌদি প্রবাসীর অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-০৮ ১৪:১৫:৪৫
পাংশা উপজেলার মাছপাড়া ইউপির পেঁচুয়াট গ্রামে গত শুক্রবার প্রতিপক্ষের তান্ডবে আহত ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরের একাংশ -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দে যৌথ মালিকানায় পোল্ট্রি ফার্ম, গরুর খামার ও মাছ চাষের প্রজেক্ট করার প্রতিশ্রুতি দিয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে অর্ধ-কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উজানচর ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরিদুল ইসলামের বিরুদ্ধে। 
  এ ব্যাপারে সৌদি প্রবাসী ওবায়দুল মালিক কিছু দিন পূর্বে রাজবাড়ীর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
  সৌদি প্রবাসী ওবায়দুল মালিক মোবাইল ফোনে জানান, তার বাড়ী রাজবাড়ী জেলা সদরে। গত ৩২ বছর যাবৎ সৌদি আরবে রয়েছেন। বর্তমানে বয়সের ভারে আগের মতো আর পরিশ্রম করতে পারেন না। নিজের মাতৃভূমির টানে এবং দেশের মানুষের কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে তার কষ্টার্জিত টাকা দিয়ে ২০১৭ সালে দেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আরেক সৌদি প্রবাসী ফরিদ মিয়ার মাধ্যমে তার আত্মীয় ফরিদুল ইসলামের সাথে তার পরিচয় হয়। দীর্ঘ কথাবার্তা ও আলাপ-আলোচনার পর তারা গোয়ালন্দে যৌথ ব্যবসার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী তারা একটি চুক্তিপত্র করে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করেন এবং এ জন্য তিনি তার নামীয় সোনালী ব্যাংকের ওডি হিসাব থেকে ফরিদুল ইসলামের সোনালী ব্যাংকের গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার একাউন্টে ৫০ লক্ষ টাকা স্থানান্তর করেন। শুরু থেকেই ফরিদুল ইসলাম চতুরতার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে তার সাথে প্রতারণা করা শুরু করে। একপর্যায়ে ব্যবসার হিসাব নিয়ে ফরিদুল ইসলামের সাথে কথা বললে সে তাকে গালিগালাজ করাসহ তার সাথে চরম খারাপ ব্যবহার করে এবং চুক্তিপত্রের শর্ত অস্বীকার করে।
  সরেজমিনে উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়ায় ফরিদুল ইসলামের বাড়ীতে গিয়ে দেখা যায়, পূর্বে কাঁচা ঘর থাকলেও বর্তমানে সে বাড়ীতে বহুতল ভবন নির্মাণের কাজ করছে। ইতিমধ্যে দুই তলার কাজ শেষ হয়েছে। বাড়ীর পাশেই ওবায়দুল মালিকের সাথে যৌথভাবে শুরু করা প্রজেক্ট। গরু পালনের জন্য আগে বড় আকারের শেড থাকলেও বর্তমানে তা ভেঙ্গে ছোট করা হয়েছে। এছাড়া মুরগী পালনের জন্য ৩টি শেড এবং মাছ চাষের পুকুরও রয়েছে। 
  ওবায়দুল মালিকের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ফরিদুল ইসলাম বলেন, তার সাথে ৪ বছর আগে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে তিনি একাই এটার মালিক।
  তিনি দাবী করেন, ওবায়দুল মালিকের কাছ থেকে তিনি ৫০ লাখ টাকা নয়- ৩৫ লাখ টাকা গ্রহণ করেন। বাকী ১৫ লাখ টাকা তার জামাতা সাখাওয়াত মন্ডল নেয়। অনেক আগেই ওবায়দুল মালিকের সাথে ব্যবসায়ীক সম্পর্ক চুকিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে ১৮ লাখ টাকা তাকে ফেরতও দেয়া হয়েছে, বাকী টাকা চলতি বছরের মধ্যেই ফেরত দিয়ে দিবো। তাহলে তিনি কেন ৫০ লাখ টাকার চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন? জানতে চাইলে ফরিদপুর ইসলাম বলেন, তখন আমাকে দিয়ে জোরপূর্বক ওই চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়। 
  এ ব্যাপারে প্রবাসী ওবায়দুল মালিক বলেন, তিনি স্বেচ্ছায় চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। আমি তাকে কীভাবে জোর করবো! এছাড়া ফরিদুল ইসলাম মূলধনের কোন টাকা ফেরত দেয়নি। সে ব্যবসার লভ্যাংশ হিসেবে ৪ বছরে ১৮ লক্ষ টাকা দিয়েছে। 
  স্থানীয় পূর্বাশা পোল্ট্রি ফিডসের মালিক আব্দুর রহমান বলেন, ব্যবসায়ীক কারণে আমি ওবায়দুল মালিক ও ফরিদুল ইসলামের যৌথ ব্যবসার বিভিন্ন ঘটনা প্রবাহের সাক্ষী হয়ে যাই। প্রবাসী ওবায়দুল মালিক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু ফরিদুল ইসলাম ব্যবসায়ীক চুক্তিপত্রের বিভিন্ন শর্ত ভঙ্গ করায় তার সে উদ্দেশ্যে সফল হয়নি।
  গোয়ালন্দ রাইচ মিলের মালিক সোহাগ মিয়া জানান, ফরিদুল ইসলাম গো-খাদ্য হিসেবে তার মিল থেকে ধানের কুড়া নিতো। কিন্তু বিভিন্ন সময় যে পরিমাণ মাল ক্রয় করতো তার চেয়ে বেশী ভাউচার নিতে চাইতো। আমি সেটায় রাজী ছিলাম না। পরবর্তীতে প্রবাসী ওবায়দুল মালিক নিজে আমার সাথে ফোনে যোগাযোগ করে মাল কিনতেন।
  সোনালী ব্যাংকের গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার রাসেল আহমেদ জানান, ওবায়দুল মালিকের একাউন্ট থেকে ফরিদুল ইসলামের একাউন্টে স্থানান্তর হয়ে আসা টাকা তার শাখা থেকেই উত্তোলন করা হয়। যদি কেউ স্বেচ্ছায় তার টাকা স্থানান্তর করে তাহলে তারা সেটা ছাড় করতে বাধ্য। এতো বড় এমাউন্ট ওবায়দুল মালিক কেন এভাবে একজনকে দিয়ে দিল সেটাই বুঝে আসে না। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ