র্যাবের অভিযানে কুষ্টিয়ার মিরপুর থানাধীন কাতলামারী বাজার থেকে ১১৫ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গতকাল ৪ঠা জুলাই দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপলবাড়ীয়া গ্রামের হযরত আলীর ছেলে টুটুল হোসেন(২২) এবং একই উপজেলার ছিলিমপুর গ্রামের মাসুদ রানার ছেলে তৌফিক রানা সিয়াম(২০)। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে মিরপুর থানায় হস্তান্তর করে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।