ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসন ও কালেক্টরেট ক্লাবের আয়োজনে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১২ ১৩:২৯:১২
রাজবাড়ী জেলা প্রশাসন ও কালেক্টরেট ক্লাবের উদ্যোগে গতকাল ১২ই জানুয়ারী সন্ধ্যায় জেলা প্রশাসক দিলসাদ বেগমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসন ও কালেক্টরেট ক্লাবের উদ্যোগে গতকাল ১২ই জানুয়ারী সন্ধ্যায় জেলা প্রশাসক দিলসাদ বেগমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী(সি.এ) মোতাহার হোসেন, কালেক্টরেটের কর্মচারী সুশান্ত কুমার সিকদার, আফরোজা চৌধুরী, জিয়াউর রহমান, মশিউর রহমান, শারমিন আক্তার, আবু বক্কর, পাপিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের জীবন ও কর্মের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কালেক্টরেটের উচ্চমান সহকারী মোঃ শফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল সিকদারসহ কালেক্টরেট ক্লাবের সদস্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠানে সংবর্ধিত জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারী চাকরীতে বদলী একটি চলমান প্রক্রিয়া। চাইলেও এক জায়গায় বেশী দিন থাকার সুযোগ নেই। দায়িত্বে থাকাকালে জেলাবাসীর যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেয়েছি তা চিরদিন মনে থাকবে। কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীরা আমাকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেখানেই থাকি না কেন রাজবাড়ীর প্রতি আমার আলাদা দৃষ্টি ও টান থাকবে। 
  অন্যান্য বক্তাগণও বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে তার ভূয়সী প্রশংসা এবং তার সফলতা কামনা করেন। 
  অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ