ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে এলজিইডি’র ঠিকাদারদের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১৩ ১৩:৫৯:৫৮
রাজবাড়ীতে এলজিইডি’র ঠিকাদারদের পক্ষ থেকে গতকাল ১৩ই জানুয়ারী সন্ধ্যায় এলজিইডি’র সম্মেলন কক্ষে বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে এলজিইডি’র ঠিকাদারদের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
  গতকাল ১৩ই জানুয়ারী সন্ধ্যায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 
  অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশ, নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ, ঠিকাদারদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উত্তম কুন্ডু, আবুল কালাম আজাদ, মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ ও হরিপদ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকাদার দীপক কুমার সেন। অনুষ্ঠানে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশকে সংবর্ধনা জানানো হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ