ফরিদপুরের কানাইপুর বাজারের ১টি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ১৫ই জানুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত তুলার কারখানার মালিক আমির মিয়ার দাবী, অগ্নিকান্ডে তার ২০ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।