ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চে গাদাগাদি করে যাত্রী বহন॥স্বাস্থ্যবিধি উপেক্ষিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-১৬ ১৩:৪৪:৪৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চগুলোতে গাদাগাদি করে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। ছবিটি গতকাল ১৬ই জানুয়ারী দুপুরে তোলা -মাতৃকণ্ঠ।

করোনার সংক্রমণ রোধে সরকারী বিধি-নিষেধ শুরুর পরও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চগুলোতে গাদাগাদি করে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। 
  গতকাল ১৬ই জানুয়ারী দুপুরে সরেজমিনে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা ঘুরে দেখা যায়, লঞ্চ ঘাট থেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। একইভাবে পাটুরিয়া থেকেও গাদাগাদি করে যাত্রী বহন করে লঞ্চগুলো দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। যাত্রীদের অধিকাংশের মুখেই মাস্ক নেই। অনেকের থাকলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রেখেছে। তবে এ সময় সাংবাদিকদের উপস্থিতি দেখে বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি ও লঞ্চ মালিক সমিতির লোকজনদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য যাত্রীদের তাগিদ দিতে দেখা যায়।
  দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ মেসার্স একতা নেভিগেশনের যাত্রী খাইরুল ইসলাম কুষ্টিয়া থেকে গাজীপুর যাচ্ছিলেন। লঞ্চে ওঠার সময় তার থুতনির নীচে মাস্ক ঝুলতে দেখা যায়। এ সময় মাস্ক থুতনির নীচে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ফোনে কথা বলছিলাম-তাই মাস্ক নামিয়ে রেখেছিলাম।’
  পাটুরিয়া থেকে ছেড়ে আসা ছলিমাবাদ নামক লঞ্চটি দৌলতদিয়া ঘাটে ভেড়ার পর লঞ্চ থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন যশোরগামী সেকেন্দার শেখ। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বয়স হয়ে গেছে তো, মাস্ক পরার কথা মনে থাকে না।’ 
  লঞ্চ এমভি ফ্লাইং বার্ড এর আসন অনুযায়ী যাত্রী বহনের কথা প্রায় ৮০ জনের মতো। অথচ লঞ্চ ভর্তি যাত্রী বহন করা হয়েছে। লঞ্চের প্রধান মাস্টার শামচু সরদার  বলেন, ধারণ ক্ষমতার চেয়ে একটু বেশী যাত্রী এসেছে। সব মিলে প্রায় ১৪০ জনের মতো হবে। এত যাত্রী নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু কিছু সময় যাত্রীরা জোর করে লঞ্চে উঠে পড়ে। এ জন্য কিছু যাত্রী বেশী হয়েছে।’
  দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার শিমুল মিয়া বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে ওঠার ক্ষেত্রে তারা তদারকি করছেন। লঞ্চগুলোতে যাতে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী বহন না করা হয় সেদিওে খেয়াল রাখছেন। লঞ্চে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যাত্রীদের হাত জীবাণুমুক্ত করার ও মাস্ক পরতে হবে বলে সতর্ক করা হচ্ছে। যে সব লঞ্চ স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত
আসন্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫টি ফেরী-২০টি লঞ্চ
শাশুড়ীকে জবাই করে হত্যা‍: পুত্রবধূসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
সর্বশেষ সংবাদ