ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়া থেকে ইয়াবা বিক্রেতা নান্নু গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-১৭ ১৩:২৪:১১
গোয়ালন্দ থানা পুলিশ গতকাল ১৭ই জানুয়ারী ভোর রাতে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ বিক্রেতা নান্নু প্রামানিককে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ বিক্রেতা নান্নু প্রামানিক (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে।
  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ই জানুয়ারী ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এএসআই শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রিত ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নান্নু প্রামানিক পাবনার সাঁথিয়া উপজেলার মরিচপুরান গ্রামের আব্দুল কাদের প্রামানিকের ছেলে। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত নান্নু প্রামানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা রয়েছে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ