রাজবাড়ী পৌরসভার আয়োজনে গতকাল ১৭ই জানুয়ারী সকালে পৌরসভার সভাকক্ষে ‘অবকাঠামোগত উন্নয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজবাড়ী পৌরসভা’ শীর্ষক প্রকল্পের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ১ম প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক(অতিরিক্ত সচিব) ড. মোঃ রেজাউল হক, অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ.এইচ.এস মোহাম্মদ আলী খান, পৌরসভার সচিব মোঃ তায়েব আলীসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।