ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় নাটক ‘হৃদয়ে রক্তক্ষরণ’ মঞ্চায়ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২০ ১৫:০১:৩০
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গত ১৯শে জানুয়ারী সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘হৃদয়ে রক্তক্ষরণ’ নামক নাটক মঞ্চস্থ হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘হৃদয়ে রক্তক্ষরণ’ নামক নাটক মঞ্চস্থ হয়েছে। 

  গত ১৯শে জানুয়ারী সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাটকটির উদ্বোধনী এবং গতকাল ২০শে জানুয়ারী দুপুরে রাজধরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী মঞ্চায়ন হয়। 

  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, কবি সালাম তাসির, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিলন হাসান, সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, নাট্যকার অজয় দাস তালুকদার, উচ্ছ্বাস কুমার ঘোষ, সিরাজুল ইসলাম, কবি আশ্রাফ বাবু, রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াহিদুজ্জামান, রনজু আহম্মেদ, মিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।    

  রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন পরিবেশিত মুক্তিযুদ্ধের উপর নির্মিত নাটকটির রচয়িতা অজয় দাস তালুকদার। নির্দেশনায় ছিলেন উচ্ছ্বাস কুমার ঘোষ এবং সহ-নির্দেশনায় ছিলেন ইশারা খাতুন। অভিনয়ে অংশ নেন অনিক দাস, উত্তম, শারমিন খাতুন, ইশারা খাতুন, শেখ রেজোয়ান, খুরশিদা, ইমু কামাল প্রমুখ। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ