ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে জানুয়ারী সকালে ফরিদপুর সদরের কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সমিতির বোর্ড পরিচালকসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা অনলাইনে এই সাধারণ সভায় সংযুক্ত হন। সমিতি বোর্ডের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জি.এম) মোঃ আবুল হাসান, বোর্ড সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ পল্লী বিদ্যুতের সেবার মান আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় পল্লী বিদ্যুতের নির্বাচিত গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।