রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দাদের চলাচলের রাস্তা আটকে পাকা স্থাপনা নির্মাণ করছে আব্দুল কাদের ব্যাপারী নামে স্থানীয় একজন প্রভাবশালী। এতে এলাকাবাসীর চলাচলে সমস্যার পাশাপাশি কয়েকটি পরিবারের বাড়ী থেকে বের হওয়া নিয়েও আশংকার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, রাস্তার উত্তর পাশের জমির মালিক আব্দুল কাদের দুই সপ্তাহ ধরে মাটি ভরাটের কাজ করছে। এ জন্য সে রাস্তার প্রবেশ পথ বন্ধ করে দেয়। গ্রামের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে জানালে তিনি এসে রাস্তাটি খুলে দেন। রাস্তাটি যাতে বন্ধ করা না হয় চেয়ারম্যান তার নির্দেশও দেন। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে কাদের ব্যাপারী এখন রাস্তার প্রবেশ পথে আরসিসি ঢালাই করে পাকা খুঁটি নির্মাণ করছেন।
স্থানীয় ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, প্রায় ৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। জনগণের জন্য ইউনিয়ন পরিষদ রাস্তাটি করে দেয়। এছাড়া রাস্তার উপর সরকারী কালভার্টও নির্মাণ করা হয়। ৪/৫ বার মাটি ফেলে রাস্তাটি উঁচু ও সংস্কার করা হয়। এখন কাদের ব্যাপারী রাস্তাটি আটকে বিল্ডিং করছেন। রাস্তাটি বন্ধ হয়ে গেলে আমাদেরকে অন্ততঃ আধা কিলোমিটার পথ ঘুরে বাড়ীতে আসা-যাওয়া করতে হবে।
ভুক্তভোগী হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, বিএস খতিয়ানে ভূলবশতঃ আব্দুল কাদেরের ৩৪ শতাংশ জমির পরিবর্তে ৩৭ শতাংশ রেকর্ড হয়ে যাওয়ায় এখন সে রাস্তা দখল করে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করছে। বাড়ী থেকে বের হওয়ার বিকল্প রাস্তা বা পথ না থাকায় আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কাদের ব্যাপারী উত্তোজিত কণ্ঠে বলেন, আমার জমিতে আমি কাজ করছি। এতে কার কী। আমি কারো রাস্তা দিব না। আপনি কতটুকু জমি দখলে আছেন জানতে চাইলে তিনি বলেন, ৩৪ শতাংশ জমিতেই আছি। ৩৭ শতাংশ জমি আছে কি-না জিজ্ঞাসা করলে কিছু সময় চুপ থাকার পর তিনি বলেন, রেকর্ড হয়ে গেলে আমি কী করবো। ৩৪-৩৭ শতাংশ বুঝি না। যা আছে তো আছেই। আমি কারো রাস্তা দিব না।
স্থানীয় ইউপি সদস্য (৩ নং ওয়ার্ড) আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আমরা কয়েকবার বসে সমাধানের চেষ্টা করেছি। বহু বছর ধরে রাস্তাটি ব্যবহৃত হচ্ছে। রাস্তাটি চালু থাকলে এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে। এছাড়া আমার জানা মতে এখানে আব্দুল কাদেরের দখলে প্রায় ৩ শতাংশ জমি বেশী আছে। ওই টুকু ছেড়ে দিলেই কিন্তু রাস্তা ঠিক থাকে।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, রাস্তাটি প্রায় ৩০ বছরের। সরকারী অর্থায়নে রাস্তাটি করা হয়েছে। বিগত চেয়ারম্যানরা রাস্তাটি করেন। এছাড়া সরকারীভাবে কালভার্টও বসানো আছে। কাদের বেপারী একপ্রকার জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করছেন।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করেছি। পরবর্তীতে জানতে পেরেছি দখলে জমি বেশী আছে। ২২শে জানুয়ারী পুনরায় বসে সমাধানের তারিখ ঠিক করেছি। কাদের বেপারী বেশী জমি দখলে থাকলে তার রাস্তা আটকানোর কোন সুযোগ নেই।