করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গতকাল ২১শে জানুয়ারী বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মুরগীর ফার্ম ও বড়পুল বাসস্ট্যান্ড এবং রাজবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারী আইন মান্য করা ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে দন্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি বাস ও ব্যক্তিকে জরিমানা ও সতর্ক করা হয়। রাজবাড়ী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।