রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা সুমন শেখ(২৬) গ্রেফতার হয়েছে। সে রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার সালাম শেখের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল ২২শে জানুয়ারী গ্রেফতারকৃত সুমন শেখকে আদালতে সোপর্দ করা হয়।