ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির নবম সম্মেলন অনুষ্ঠিত
  • শিহাবুর রহমান
  • ২০২২-০১-২৩ ১৪:৪০:৩৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন গতকাল ২৩শে জানুয়ারী রাজবাড়ী জেলা কমিটির নবম সম্মেলনে বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন বলেছেন, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবিক গণতান্ত্রিক পরিবর্তন করার যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে কমিউনিস্ট পার্টি অগ্রসর হচ্ছে। দেশে একটা ফ্যাসিবাদিক দুঃশাসন চলছে। কর্তৃকবাদী শাসন চলছে। তার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি বামগণতান্ত্রিক জোট গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। 

  গতকাল ২৩শে জানুয়ারী সকালে জেলা উদীচী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির নবম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

  ‘লুটেরা ধনিকদের দ্বিদলীয় দুঃশাসনের ব্যবস্থা বদলাও, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতন্ত্রের সংগ্রাম জোরদার কর’ শ্লোগান সামনে রেখে নবম জেলা সম্মেলনের আয়োজন করা হয়। 

  এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক।

  সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। শোক ও সাংগঠনিক প্রস্তাব পেশ করেন সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী। 

  সম্মেলনে অন্যান্যর মধ্যে মানিকগঞ্জ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার, জেলা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম, এস এম দাউদ খান ও শহর কমিটির সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

  বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ মিয়াকে পুনরায় সভাপতি ও আবুল কালাম মোঃ মোস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবুল কালাম, এস এম দাউদ খান, মজিবর রহমান, মুজিব আলম বকুল, বাবন চক্রবর্তী, ধীরেন্দ্র নাথ দাস, আফরোজা খাতুন ডলি, তোফাজ্জেল হোসেন ও আবদুল হালিম বাবু। অপর ২জন সদস্য পরে কো-অপ্ট করা হবে।

  উদ্বোধক বলেন, কমিউনিস্ট পার্টি এদেশের সাধারণ মানুষের পার্টি। দেশ আজ নানা ধরণের সমস্যায় জর্জরিত। করোনা অতিমারির কারণে মানুষ আজ দিশেহারা। বেকারত্বের পরিমান বেড়ে চলছে। অনেক যুবক চাকুরী হারাচ্ছে। কিন্তু এক শ্রেণির লুটেরা দুর্বৃত্ত তাদের আখের গোছাতে ব্যস্ত। তাঁরা দিনকে দিন আরও ধনী হচ্ছে। সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। ভোটের নামে প্রহসন হচ্ছে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য কমিউনিস্ট পার্টিকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ