ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দের উজানচরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮জন হাসপাতালে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-২৩ ১৪:৪৭:১১

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিনের পাড়ায় মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সাবেক পৌর মেয়র শেখ মোঃ নিজামের কর্মচারীদের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। 

  গত ২১শে জানুয়ারী বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন-রিয়াজ উদ্দিনের পাড়ার মনির উদ্দিন সরদার(৫৫) ও তার ভাতিজা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক আলামিন(৩০)। আহত অন্যরা হলো- মনির উদ্দিন সরদারের ছেলে সুজন সরদার(২৩), শ্রীদাম দত্তের পাড়ার রহুল মন্ডল(২১), নাসির উল্লাহ(২৫), নছর উদ্দিন সরদারের পাড়ার রাব্বি(২৩), ভেকু চালক আব্দুল আজিজ ও তার সহযোগী নাসির মোল্লা(২৮)। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  

  আহত আলামিন জানান, রিয়াজ উদ্দিনের পাড়া এলাকায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম পুকুর খনন করে মাছ চাষ করছেন। গত শুক্রবার (২১শে জানুয়ারী) বিকালে তার কর্মচারী আব্দুল আজিজ ভেকু নিয়ে তাদের জমিতে গেলে তার চাচা মনির উদ্দিন বারণ করায় তাকে মারধর করে। এগিয়ে গেলে তাকেও মারধর করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে(গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে) নিলে সেখানেও দ্বিতীয় দফা তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

  এদিকে মাটি খনন ও হামলার প্রতিবাদে পরের দিন শনিবার(২২শে জানুয়ারী) দুপুরে রিয়াজ উদ্দিনের পাড়ার প্রায় ২শত নারী-পুরুষ বিরোধপূর্ণ জমির স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় তারা সাবেক পৌর মেয়র শেখ মোঃ নিজামকে দায়ী করে হামলার বিচার ও মাটি খনন বন্ধের দাবী জানায়। 

  ভুক্তভোগী শহিদুল ইসলাম নামে একজন কৃষক বলেন, আমার ৪ বিঘা জমি আছে। পাশেই সাবেক মেয়র নিজাম প্রায় ৬০ ফুট গভীর করে গর্ত করেছে। জমি কেনার কথা বলে সে কয়েকজনের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে গভীর গর্ত করে মাটি বিক্রি করছে। এতে আমার জমি ভাঙনের হুমকীতে পড়েছে। 

  সাবেক পৌর মেয়র শেখ মোঃ নিজাম বলেন, প্রায় ২৪০ বিঘা জমি নিয়ে আমার মাছ চাষের প্রকল্পের কাজ চলছে। পুকুরের চারপাশের কোথাও কোন সমস্যা হয়নি, অথচ তারা এসে বাধা সৃষ্টি করছে। বরং তারাই আমার কাছ থেকে অনেক বেশী দামে জমি বিক্রি করে টাকা নিয়েছে। ওই জমিতে কাজে গেলে তারা ভেকু চালক আব্দুল আজিজসহ কয়েকজনকে মারধর এবং ভেকু ভাংচুর করেছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরেও তারা পুকুরের ভিতর ড্রেজারের পাইপ ও ভেকু ভেঙে অনেক ক্ষতি করেছে।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে উভয় পক্ষ থেকে থানায় ২টি অভিযোগ দেয়া হয়েছে। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ