ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
পাংশায় ইঞ্জিনিয়ার রফিক উদ্দিনকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২২-০১-২৩ ১৪:৪৮:১২
পাংশায় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে গতকাল রবিবার সন্ধ্যায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান করেন নাট্যালোকের নেতৃবৃন্দ -মাতৃকণ্ঠ।

ঢাকাস্থ ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক-২০২১ প্রদান করা হয়েছে। 
  পাংশার অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়। 
  গতকাল ২৩শে জানুয়ারী সন্ধ্যায় নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের সমন্বয়ে প্রতিনিধিদল পাংশার কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের হাতে সম্মাননা পদক তুলে দেন। 
  এলাকায় শিক্ষা, ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে বিশেষ অবদানের জন্য নাট্যালোকের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
  ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন সবার সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি তরুণ সমাজের মাঝে দাবা খেলাসহ ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করার লক্ষ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। এ সময় তিনি নাট্যালোকের নেতৃবৃন্দকে শুভেচ্ছা হিসেবে চাদর উপহার প্রদান করেন।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ