ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর জব্বারের দুর্নীতির অভিযোগের তদন্ত ফের পেছালো
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২৩ ১৪:৪৯:০১
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত কার্যক্রম ফের পিছিয়ে গেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত কার্যক্রম ফের ১মাস পিছিয়ে গেছে। 
  গতকাল ২৩শে জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী জেলা পরিষদে এই তদন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রমাণক কাগজপত্রসহ অভিযোগকারী জেলা পরিষদের সদস্যগণ ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। অভিযোগকারীরা নিদিষ্ট সময়ে উপস্থিত হলেও তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ আসেননি। পরবর্তীতে কবে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে গতকাল রবিবার দুপুর পর্যন্ত তা জানা যায়নি। এর আগে তদন্তকারী কর্মকর্তা মোঃ হেলাল মাহমুদ শরীফ গত ২৬/১২/২০২১ ইং তারিখ বেলা ১১টায় তদন্তের তারিখ ও সময় নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে অনিবার্য কারণ দেখিয়ে উক্ত তারিখ ও সময় পরিবর্তন করে গতকাল ২৩শে জানুয়ারী বেলা ১১টায় পুনঃনির্ধারণ করেছিলেন। কিন্তু সম্প্রতি তার অন্যত্র বদলী হওয়ায় স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক পদে যুগ্ম-সচিব শিবির বিচিত্র বড়ুয়া যোগদান করেন। যার প্রেক্ষিতে স্থানীয় সরকার ঢাকা বিভাগের নতুন পরিচালক(যুগ্ম-সচিব) শিবির বিচিত্র বড়ুয়া গতকাল ২৩শে জানুয়ারী তদন্তের নতুন তারিখ আগামী ২৪/২/২০২২ইং বেলা ১১ ঘটিকা পুনঃনির্ধারণ করেন। 
  উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিষদের ১জন প্যানেল চেয়ারম্যানসহ ১৫জন সদস্য কর্তৃক ২০২০ সালের ১১ই মে আনীত অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৫/৯/২০২১ইং তারিখে অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তের জন্য স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালককে নির্দেশ প্রদান করে। ওই অভিযোগের প্রেক্ষিতে পরদিন ১২ই মে-২০২০ তারিখে দৈনিক মাতৃকণ্ঠসহ জাতীয় ও স্থানীয় দৈনিকে “নির্বাচিত ১৬জন সদস্যর অভিযোগে বেরিয়ে এসেছে থলের বিড়াল॥তদন্তের দাবী”॥“রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর জব্বারের বিরুদ্ধে ত্রাণ বিতরণে দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ” শিরোনামে এবং ২০২০ সালের গত ১৭ই মে জেলা পরিষদের ২৮তম মাসিক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের কাছে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন পরিষদের সদস্যবৃন্দ। এ বিষয়ে ২০২০ সালের গত ১৯শে মে দৈনিক মাতৃকণ্ঠসহ জাতীয় ও স্থানীয় দৈনিকে “অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার সদস্যরা”॥“সরকারী টাকায় চেয়ারম্যান ফকীর জব্বারের ব্যক্তিগত ও পারিবারিক প্রকল্পে ভরপুর রাজবাড়ী জেলা পরিষদ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ