ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’কে আইনজীবীদের বিদায়ী শুভেচ্ছা
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০১-২৩ ১৪:৫০:৩৪
রাজবাড়ীর আইনজীবীদের পক্ষ থেকে গতকাল ২৩শে জানুয়ারী সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়াকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় -মাতৃকণ্ঠ।

প্রধানমন্ত্রীর ফেলোশীপ পেয়ে যুক্তরাজ্যের কুইন মার্জ ইউনিভার্সিটি অব লন্ডনে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া। এ উপলক্ষ্যে গতকাল ২৩শে জানুয়ারী সকালে রাজবাড়ীর আইনজীবীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। 
  রাজবাড়ীর জেলা জজ আদালত ভবনস্থ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া’র অফিস কক্ষে গিয়ে আইনজীবীরা তাকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং সিনিয়র এডভোকেট শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, সিনিয়র এডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, এডঃ মোঃ শফিকুল আজম মামুন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, এডঃ আনিসুর রহমান, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেনসহ অর্ধ-শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
  বিদায় সাক্ষাৎকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আইন মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মেধাবী কর্মকর্তাদের উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফেলোশীপ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আমি আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর ফেলোশীপ প্রাপ্ত হয়ে যুক্তরাজ্যের কুইন মার্জ ইউনিভার্সিটি অব লল্ডনে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য যাচ্ছি। এটা আমার জীবনের একটি বড় অর্জন। যেহেতু আমি রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রধানমন্ত্রীর ফেলোশীপ পেয়েছি, তাই এটি রাজবাড়ী জেলাবাসীরও অর্জন। মামলা দ্রুত নিষ্পত্তি করাই হবে আমার ফেলোশীপের মূল বিষয়। এসব কিছুই সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে। 
  তিনি আরো বলেন, আমাদের সকলেরই উচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে বিশে^র মধ্যে উন্নত দেশে পরিণত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করা। 
  এছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ী জেলার আইনজীবীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোয় এবং রাজবাড়ীতে কর্মকালীন সময়ে তাকে সার্বিক সহযোগিতা করায় আইনজীবীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। 
  আইনজীবীদের পক্ষ থেকেও তার কর্মকালীন সময়ে আইনজীবীদের সব ধরনের সহযোগিতা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
  উল্লেখ্য, মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া ২০২০ সালে ১৭ই মে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। রাজবাড়ীতে যোগদানের পূর্বে তিনি আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ